শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায়। এতে ঢাকায় ভবন হেলে পড়া ও আংশিক ধসের ঘটনা ঘটে। বংশালে রেলিং ধসে তিনজন এবং রূপগঞ্জে দেয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, এটি মাঝারি মাত্রার ভূমিকম্প, যার শক্তি খুব বেশি নয়। তিনি বলেন, আপাতত এই ভূমিকম্পের কোনো আফটারশকের সম্ভাবনা পাওয়া যায়নি। সাধারণত ৪.৫ থেকে ৬ মাত্রার ভূমিকম্পে মাটির কাঁপুনি স্পষ্টভাবে অনুভূত হয়, তবে বড় ধরনের ধ্বংস বা প্রাণহানি ঘটে না। কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করছে এবং নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।