Web Analytics
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সাল করিম মাসুদের অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য নেই। তিনি দেশেই থাকতে পারেন বা বিদেশে পালিয়ে যেতে পারেন বলে জানান উপদেষ্টা। সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির ১৮তম সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ ঘটনায় এখন পর্যন্ত ফয়সালের পরিবারের সদস্যসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, সরকার হাদি হত্যার বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং আসন্ন জাতীয় নির্বাচন, বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চলমান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২’-এর আওতায় ১৩ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ও অস্থিতিশীলতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। রাজধানীসহ সারাদেশে চেকপোস্ট ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!