বৃষ্টির মৌসুমে ডিএনসিসি'র উত্তরখান ও দক্ষিণখান এলাকায় জনভোগান্তির অপর নাম জলাবদ্ধতা। বিগত দুই যুগেরও বেশি সময় ধরে এই জনবহুল এলাকার মানুষদের জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকার শাখা রাস্তাগুলো এ সময়েও হাঁটু সমান পানির নিচে ডুবে থাকে। এখানকার মানুষ জলাবদ্ধতা ঠেলেই প্রতিদিনের কার্যক্রম শুরু করেন। জানা গেছে, এই এলাকার অনেকেই বাড়ি থেকে বের হওয়ার আগে দুটি পোশাক নিয়ে বের হতে হয়। অপরিকল্পিত বাড়িঘর নির্মাণ এবং পয়ঃনিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় এই এলাকার মানুষ দীর্ঘকাল ধরেই জলাবদ্ধতা সমস্যায় ভুগছেন। উত্তরণের জন্য পয়ঃনিষ্কাশন ব্যবস্থার আমূল পরিবর্তন আনা অতিজরুরি বলে মনে করেন এলাকার বাসিন্দারা। জানা গেছে, সমস্যা দূরীকরণে ইতোমধ্যে সরকার কাজ শুরু করেছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।