গাজায় একটি ‘মুক্ত খাদ্য কেন্দ্র’ স্থাপনের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, এই কেন্দ্র নির্মাণ, পরিচালনা ও খাদ্য বিতরণের দায়িত্বে সরাসরি থাকবে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমারের সঙ্গে এক বৈঠকে মিলিত হন ট্রাম্প। সেখানে তিনি বলেন, গাজায় খাদ্য সহায়তা হিসেবে প্রাথমিকভাবে ৬ কোটি ডলার বরাদ্দ করেছে যুক্তরাষ্ট্র। এই মুহূর্তে গাজার মানুষদের খাবারের নিশ্চয়তা দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ সেখানে প্রচুর মানুষ না খেয়ে আছে। তাই আমি বিশ্বের অন্যান্য দেশকেও এই উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। ট্রাম্প বলেন, ‘কিছুদিন আগে টেলিভিশন সংবাদে আমি গাজার একদল শিশুকে দেখলাম। তাদের খুবই ক্ষুধার্ত দেখাচ্ছিল। একে কোনোভাবেই ভুয়া বলে উড়িয়ে দিতে পারবেন না।’ ব্রিটিশ প্রধানমন্ত্রীও গাজায় ইসরাইলসৃষ্ট ভয়াবহ মানবিক দুর্যোগের কথা স্বীকার করে বলেন, সত্যটা যুক্তরাজ্যবাসী দেখলে অস্থির হয়ে যাবে।