আইএমএফ ঋণের কিস্তি নিয়ে বাংলাদেশ সরকারের দরকষাকষি তুঙ্গে। ডলারের বিপরীতে টাকার বিনিময় হার পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দেওয়ার শর্তে আটকে আছে, আরো দুটি শর্ত ছাড় দেওয়া হয়েছে। বাংলাদেশ জানিয়েছে, এটি এখন বাস্তবায়ন করা সম্ভব নয়। আইএমএফ বলেছে, বাস্তবায়ন না হলে কিস্তি ছাড় নয়। ডলারের প্রবাহ যেভাবে বেড়েছে, তাতে আইএমএফের ঋণের প্রয়োজন তেমন নেই। ঋণ পেলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের অর্থনীতি যে স্থিতিশীল এমন একটা বার্তা যায়। আইএমএফ ঋণের চুক্তি থেকে বেরোতে চাচ্ছে না। কারণ তাদের ঋণ কর্মসূচি থেকে বেরিয়ে গেলে বৈশ্বিকভাবে আইএমএফ সম্পর্কে নেতিবাচক বার্তা যায়। এ কারণে দুই পক্ষই আলোচনা চালিয়ে যাচ্ছে।