কম্বোডিয়া অভিযোগ করেছে যে থাইল্যান্ড সীমান্ত এলাকায় ‘ভৌতিক, ভূতের মতো শব্দ’ বাজাচ্ছে, যা মানসিক যুদ্ধের অংশ। কম্বোডিয়ার মানবাধিকার কমিশন জানিয়েছে যে লাউডস্পিকারের মাধ্যমে ভূতের আর্তনাদ এবং বিমানের ইঞ্জিনের আওয়াজ গ্রামবাসীদের ঘুম ভাঙাচ্ছে, উদ্বেগ বাড়াচ্ছে এবং শারীরিক অস্বস্তি সৃষ্টি করছে। সাবেক প্রধানমন্ত্রী হুন সেন বলেছেন, কমিশন এই অভিযোগ জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার টুর্কের কাছে পাঠিয়েছে। থাই সরকার এখনও কোনো মন্তব্য করেনি। মালয়েশিয়ার মধ্যস্থতায় গত জুলাইয়ে যুদ্ধবিরতি চুক্তি হলেও সীমান্তে নতুন উত্তেজনা দেখা দিয়েছে। থাইল্যান্ডও অভিযোগ করেছে যে কম্বোডিয়া নতুনভাবে সীমান্তে স্থলমাইন বসাচ্ছে, যদিও কম্বোডিয়া এই অভিযোগ অস্বীকার করেছে। এই ঘটনার ফলে সীমান্তে নতুন করে দ্বিপাক্ষিক বিবাদ সৃষ্টি হয়েছে এবং বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত হচ্ছে।