কুষ্টিয়া-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা দাবি করেছেন, মুক্তিযুদ্ধ নিয়ে প্রচলিত কাহিনীর ৯০ ভাগই মিথ্যা। মঙ্গলবার কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে জেলা জামায়াত আয়োজিত বিজয় দিবসের র্যালির উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ১৯৭১ সালে জামায়াত ইসলামী যুদ্ধের বিরুদ্ধে নয়, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল।
তিনি ইতিহাসবিদ বদরুদ্দীন উমরের লেখার উদ্ধৃতি দিয়ে বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জনগণকে এতদিন ভুল ধারণা দেওয়া হয়েছে। হামজা আরও জানান, জামায়াত বাংলাদেশের স্বাধীনতার পক্ষে এবং আগামীর বাংলাদেশকে বিদেশি প্রভাবমুক্ত রাখতে চায়। অনুষ্ঠানে জেলা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তার এই বক্তব্যে মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠন ও ইতিহাসবিদরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা একে জাতীয় ইতিহাস বিকৃতির প্রচেষ্টা হিসেবে দেখছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই মন্তব্য নির্বাচনী রাজনীতিতে নতুন বিতর্ক উসকে দিতে পারে।