ঢাকা মেডিকেলে নুরের শারীরিক অবস্থা নিয়ে এক সংবাদ সম্মেলনে জিওপি নেতা রাশেদ খান বলেছেন, নুরের নাকের ও চোয়ালের হাড় ভেঙে গেছে। এছাড়া, মাথা ও মাড়িতে আঘাত রয়েছে। চিকিৎসক আরো কিছুদিন হাসপাতালে থাকতে বলেছেন। তিনি বলেন, নুরুল হক নুর চিকিৎসার জন্য বিদেশে যেতে চাইছেন না। তিনি দেশে চিকিৎসা নিতে চান। তবে তাকে বিদেশে না নিতে প্রধান উপদেষ্টার ওপর কোনো চাপ আছে কি না তা বোধগম্য নয়। এই নেতা বলেন, হামলার ঘটনার স্পট ফুটেজ থাকার পরও সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এ বিষয়ে গঠিত তদন্ত কমিশন আমাদের সাথে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেনি। রাশেদ তদন্ত কমিশনকে সরাসরি তথ্য প্রমাণ নেয়ায় আহ্বান জানিয়ে বলেন, ৪৮ ঘন্টা পর আমরা এমন কর্মসূচি দিবো, সরকার বেকায়দায় পড়বে। যমুনা ঘেরাও বা সচিবালয় ঘেরাও আসতে পারে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।