রাজধানীর গুলিস্তানে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে লাগা আগুন প্রায় দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। বিকেল ৫টা ৩৩ মিনিটে খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই প্রথম দল ঘটনাস্থলে পৌঁছায়। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
বাণিজ্যিক ভবনটির উপরের তলায় গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। নিচতলার দোকানগুলোতে থাকা ব্যবসায়ী ও ক্রেতারা আতঙ্কে দ্রুত ভবন থেকে বেরিয়ে আসেন। রাস্তায় মানুষের ভিড় থাকায় শুরুতে পানির উৎস পেতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হয়।
আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত মূল্যায়ন করা হবে বলে জানা গেছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।