প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একই দিনে সংসদ নির্বাচন ও জুলাই সনদ নিয়ে গণভোট আয়োজনের প্রস্তাবটি নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে জানার পর আলোচনা করে মতামত দেবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চলাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি এখনো প্রধান উপদেষ্টার বক্তব্য শোনেননি, তাই এ বিষয়ে মন্তব্য করা সমীচীন নয়। সিইসি জানান, প্রস্তাবের বিস্তারিত জানার পর কমিশন বিষয়টি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবে। তিনি আরও বলেন, যথাযথ তথ্য না জেনে এখনই কোনো মন্তব্য করা ঠিক হবে না।