আগামী ১৭ অক্টোবর নির্ধারিত জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, দুটি মূল কারণেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন—সনদটির কোনো আইনি ভিত্তি দেওয়া হয়নি এবং দলটিকে মূল টেক্সট দেখানো হয়নি। তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকেই এনসিপি সনদটির আইনি স্বীকৃতি দাবি করে আসছে, কিন্তু তা নিশ্চিত করা হয়নি। নাহিদ এই স্বাক্ষর অনুষ্ঠানকে ‘প্রতারণামূলক প্রক্রিয়া’ বলে আখ্যা দিয়ে বলেন, স্বচ্ছতা ও আইনি নিশ্চয়তা না আসা পর্যন্ত দল কোনোভাবে এতে অংশ নেবে না। এর আগে দলটির সদস্য সচিব আখতার হোসেনও বলেন, সনদের বাস্তবায়ন অনিশ্চিত থাকলে এর লক্ষ্য পূরণ কঠিন হবে। অনুষ্ঠানের এক দিন আগে এই ঘোষণায় সনদ স্বাক্ষরের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।