ইসরাইল ফিলিস্তিনে ত্রাণ সহায়তা প্রদানকারী ৩৭টি সংস্থার লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। দেশটির দাবি, এসব সংস্থা নতুন নিবন্ধন বিধিমালার শর্ত পূরণে ব্যর্থ হয়েছে এবং তাদের কর্মীদের সম্পূর্ণ ব্যক্তিগত তথ্য জমা দেয়নি। বিবিসির তথ্যমতে, অ্যাকশনএইড, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি ও নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর লাইসেন্স ১ জানুয়ারি থেকে স্থগিত হবে এবং ৬০ দিনের মধ্যে কার্যক্রম বন্ধ করতে হবে।
এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে যুক্তরাজ্যসহ ১০টি দেশ। তারা বলেছে, নতুন নিয়মগুলো অতিরিক্ত কঠোর ও অগ্রহণযোগ্য। যৌথ বিবৃতিতে এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সতর্ক করেছেন, আন্তর্জাতিক এনজিওগুলোর কার্যক্রম বন্ধ হলে গাজায় স্বাস্থ্যসেবা ও জরুরি সহায়তা মারাত্মকভাবে ব্যাহত হবে। তারা ইসরাইলকে আহ্বান জানিয়েছেন, যেন এনজিওগুলো টেকসইভাবে কাজ চালিয়ে যেতে পারে।
জাতিসংঘ-সমর্থিত হিউম্যানিটারিয়ান কান্ট্রি টিম আগেই সতর্ক করেছিল যে, ইসরাইলের নতুন নিবন্ধন নীতিমালা গাজা ও পশ্চিম তীরে এনজিও কার্যক্রমকে মৌলিকভাবে ঝুঁকির মুখে ফেলছে এবং মানবিক নীতির ভিত্তি ক্ষুণ্ন করতে পারে।