ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরও তেহরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে সরে আসবে না। তিনি বলেন, দেশের পরমাণু বিজ্ঞানীরা যে ত্যাগ স্বীকার করেছেন, তা ব্যর্থ হতে দেওয়া যাবে না। নিষেধাজ্ঞা ও চাপ থাকা সত্ত্বেও ইরান তাদের লক্ষ্য থেকে সরে যাবে না। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফোয়াদ ইজাদি জানান, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কারণে ইরান শিগগিরই এনপিটি থেকে সরে আসতে পারে। সংসদের বহু সদস্যও এই মতের পক্ষে রয়েছেন।