ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাদানুবাদের এক দিনের মাথায় ভলোদিমির জেলেনস্কি লন্ডন গিয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জেলেনস্কিকে দেখেই বুকে জড়িয়ে ধরেন। জেলেনস্কির গাড়িবহর ডাউনিং স্ট্রিটে পৌঁছালে তার সমর্থকরা উল্লাস প্রকাশ করেন। স্টারমার বলেন, ‘যেমনটি আপনি বাইরে রাস্তায় উল্লাস ধ্বনি শুনছেন, গোটা যুক্তরাজ্যজুড়ে আপনার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে, আমরা আপনার ও ইউক্রেনের সঙ্গে রয়েছি। জবাবে জেলেনস্কি বলেন, আমি অনেক লোককে দেখেছি এবং আমি আপনাকে ও যুক্তরাজ্যের জনগণকে ধন্যবাদ জানাতে চাই এত ব্যাপক সমর্থনের জন্য।’ ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতাকে সহায়তা দিতে ২৮৪ কোটি ডলারের একটি ঋণ চুক্তি সম্পাদন করেছে যুক্তরাজ্য ও ইউক্রেন।