অধিকৃত পশ্চিমতীরের হেবরনে মুসলিমদের জন্য ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ এবং পুরোনো শহরে কারফিউ জারি করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইসরাইলি বাহিনী সামরিক চেকপয়েন্টগুলো বন্ধ করে ফিলিস্তিনিদের চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। শত শত অবৈধ বসতকারী সেনা পাহারায় শহরে প্রবেশ করে উসকানিমূলক শোভাযাত্রা করেছে। ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, এই পদক্ষেপ ইব্রাহিমি মসজিদ পুরোপুরি দখলে নেওয়া ও সেটিকে সিনাগগে রূপান্তরের প্রচেষ্টার অংশ। ১৯৯৪ সালের হত্যাকাণ্ডের পর মসজিদটি ইহুদি ও মুসলিমদের মধ্যে ভাগ করা হয়, যেখানে ইহুদিদের জন্য বরাদ্দ অংশ বড়। ফিলিস্তিনি ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে মুসলিমদের প্রবেশাধিকার আরও সীমিত করা হয়েছে, মসজিদের গেট ও জানালা বন্ধ রাখা হচ্ছে।