জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট (বাম জোট)। মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা শেষে জোট জানায়, এই রায় প্রমাণ করেছে কেউই আইনের ঊর্ধ্বে নয়। তারা আহ্বান জানায়, বিচারিক প্রক্রিয়া যেন জাতীয় ও আন্তর্জাতিক কোনো ক্ষেত্রেই প্রশ্নবিদ্ধ না হয় এবং আপিল ও রিভিউসহ সব ধাপ স্বচ্ছভাবে সম্পন্ন হয়। বাম জোট সাবেক আইজিপির রাজসাক্ষী হওয়া ও মাত্র পাঁচ বছরের সাজা দেওয়াকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করে রাষ্ট্রপক্ষকে আপিল করার আহ্বান জানায়। তাদের মতে, ন্যায্য শাস্তি না হলে ভবিষ্যতে আইনশৃঙ্খলা বাহিনীর বেপরোয়া আচরণ বাড়তে পারে। জোট জুলাই-আগস্টের সব হত্যাকাণ্ডের সুষ্ঠু ও ন্যায় বিচার এবং সব অপরাধীর শাস্তি নিশ্চিত করার দাবি জানায়, যাতে ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদী প্রবণতায় না জড়ায়।