বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় প্রশাসন যদি নিশ্চুপ থাকে, তবে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রশাসনকে জনগণের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অন্ধকারে ঢেকে দিতে দেওয়া যাবে না। গয়েশ্বর আরও বলেন, স্বাধীন ও স্বাবলম্বী নারীর চেতনা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনই নতুন প্রজন্মের বাংলাদেশ গড়ে তুলবে। অনুষ্ঠানে বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরীসহ দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।