Web Analytics
লন্ডনের কেন্দ্রস্থলে একটি বিশাল ডিজিটাল বিলবোর্ড প্রচারণা সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিরুদ্ধে সুদানের আধাসামরিক গোষ্ঠী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-কে সমর্থনের অভিযোগ তুলে আন্তর্জাতিক মনোযোগ কেড়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা আভাজ এই প্রচারণাটি পরিচালনা করছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবিতে দেখা যায়—এক তরুণী দুবাইয়ে সেলফি তুলছেন, কিন্তু ছবির প্রতিফলনে দেখা যায় যুদ্ধবিধ্বস্ত সুদান। বিলবোর্ডে লেখা আছে: “সুদানে তারা যা করছে তা জানলে তোমার সেলফিটি আর ভালো দেখাবে না।”

এই বিলবোর্ডটি একটি ভ্যানের পাশে প্রজেক্ট করে দিনে-রাতে ২৪ ঘণ্টা প্রচার করা হচ্ছে, প্রতি ৮০ সেকেন্ডে পুনরাবৃত্তি করে। এতে থাকা কিউআর কোড ব্যবহারকারীদের *মিডল ইস্ট আই*, *দ্য গার্ডিয়ান* ও *দ্য নিউ ইয়র্ক টাইমস*-এর অনুসন্ধানী প্রতিবেদনে নিয়ে যায়। লন্ডনের পথচারীরা এই প্রচারণা দেখে বিস্ময় প্রকাশ করেছেন। ইউএই অবশ্য আরএসএফকে অস্ত্র সরবরাহের অভিযোগ অস্বীকার করেছে, তবে বিশ্লেষকরা ফ্লাইট ডেটা ও অস্ত্রের তথ্যের ভিত্তিতে জড়িত থাকার প্রমাণ বাড়ছে বলে দাবি করছেন।

এই প্রচারণা মধ্যপ্রাচ্যে ইউএই-এর সামরিক ভূমিকা ও আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের ওপর নতুন বিতর্ক উসকে দিয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!