রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক স্থগিতের একদিন পরই রাশিয়া বৃহৎ পরিসরে পারমাণবিক মহড়া চালিয়েছে। এতে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা অন্তর্ভুক্ত ছিল, যা যুক্তরাষ্ট্রেও আঘাত হানতে সক্ষম। ক্রেমলিন প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রুশ সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ মহড়ার বিস্তারিত তথ্য পুতিনকে জানাচ্ছেন। ইউক্রেন যুদ্ধের উত্তেজনার মধ্যেই এই পদক্ষেপ আসে, যখন ন্যাটোও নিজস্ব পারমাণবিক প্রতিরোধ মহড়া পরিচালনা করছে। হোয়াইট হাউস জানিয়েছে, বর্তমানে পুতিন–ট্রাম্প বৈঠকের কোনো পরিকল্পনা নেই। রিপোর্টে বলা হয়েছে, রাশিয়া যুক্তরাষ্ট্রকে জানিয়েছে—দনবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ ছাড়া শান্তিচুক্তি সম্ভব নয়। একই রাতে রাশিয়া ও ইউক্রেন পরস্পরের ওপর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউরোপীয় প্রতিরক্ষা খাতে শেয়ারমূল্য বেড়েছে, আর ইউক্রেন মিত্রদের কাছে শীতের আগে অতিরিক্ত জ্বালানি সহায়তা চেয়েছে মানবিক সংকট এড়াতে।