ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার জানিয়েছেন, ইউক্রেনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি ব্রিটিশ সেনা মোতায়েনের জন্য ‘প্রস্তুত ও আগ্রহী’। ইলি টেলিগ্রাফে প্রকাশিত এক নিবন্ধে লেখেন, ‘পুতিনের ভবিষ্যৎ আগ্রাসন রুখতে ইউক্রেনে একটি টেকসই শান্তি ব্যবস্থা অত্যন্ত জরুরি।’ আজ সোমবার প্যারিসে ইউরোপীয় নেতাদের জরুরি সম্মেলনে যোগ দেওয়ার আগে তিনি বলেন, ‘আমাদের নিজস্ব সেনা মোতায়েনের মাধ্যমেও ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত আছি, যদি তা প্রয়োজন হয়।’ তিনি আরো বলেন, যুদ্ধ সমাপ্তি রাশিয়ার নতুন করে যুদ্ধের জন্য সাময়িক বিরতি হতে পারে না। পুতিনকে আগামীতে আগ্রাসন স্থায়ীভাবে বিরত রাখতে হবে।