লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সাহারপাড়া গ্রামে চাঁদা না দেওয়ায় আনোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে ৯নং ভোলাকোট ইউনিয়নের ব্যাপারী বাড়ির আনোয়ারের চা দোকানে এ ঘটনা ঘটে। এলাকাবাসীর বরাতে জানা যায়, স্থানীয় যুবদল কর্মী ও চিহ্নিত সন্ত্রাসী মো. ইউসুফ হোসেন দীর্ঘদিন ধরে আনোয়ারের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। আনোয়ার চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে ইউসুফ আনোয়ারের বুকে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত আনোয়ারকে রামগঞ্জ সরকারি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে এবং মামলার প্রস্তুতি নিচ্ছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।