২০২৪ সালের ২৪ জুলাই রেকর্ড হওয়া একটি ফোনালাপ ফাঁস হয়েছে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর কথোপকথন উঠে এসেছে। ফাঁস হওয়া কলটিতে অভিযোগ করা হয়েছে, হাসিনা বিপুকে নির্দেশ দেন জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান চলাকালে সরকারি ভবনে অগ্নিসংযোগের দায় বিএনপি ও জামায়াতে ইসলামীর ওপর চাপাতে। তিনি সাংবাদিকদের ‘হাদিয়া’ দিয়ে ম্যানেজ করতে বলেন এবং গণমাধ্যম না মানলে তাদের সম্প্রচার লাইন বা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ার কথাও বলেন। ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর প্রকাশিত এই কলরেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক রাজনৈতিক বিতর্ক এবং এর সত্যতা যাচাইয়ের দাবি উঠেছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।