Web Analytics
প্রতীক প্রসঙ্গে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, শাপলা প্রতীকের ব্যাপারেই ভাবছি। এখন পর্যন্ত বিকল্প অন্য কোনও প্রতীক নিয়ে আমাদের ভাবনা নেই। শতাধিক আইনজীবী বিবৃতি দিয়ে জানিয়েছেন, শাপলা প্রতীক প্রদানে আইনগত কোনও বাধার জায়গা নেই। আখতার বলেন, নির্বাচনের যে আলোচনা সেটা অবশ্যই প্রাসঙ্গিক। কিন্তু সংস্কারকে পাশ কাটিয়ে নির্বাচন, সেটা পুরনো ব্যবস্থায় ফিরে যাওয়ার দিকে ইঙ্গিত দেয়। সেটা বাংলাদেশে আমরা হতে দেবো না। যারা নির্বাচিত হয়ে আসবেন, তারা সংস্কার প্রস্তাবনাগুলোর বাইরে যেতে পারবেন না। এইটা পাকাপোক্ত করেই ক্ষমতা অর্পণ করার দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। এদিকে এনসিপির আরিফুল ইসলাম আদীব বলেছেন, নির্বাচনের জন্য এনসিপি প্রস্তুত এবং এনসিপি মনে করে গণপরিষদই বাংলাদেশের রাজনৈতিক সংকটের মূল সমাধান। ভোটের ক্ষেত্রে জোটের বিষয়ে এনসিপি এখনও কোনও ধরনের চিন্তা-সমঝোতা করেনি। বরং এনসিপি মনে করে তরুণদের যে প্রজন্ম, আগামীতে তাদেরকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক সমীকরণ আসতে পারে। এদিকে আখতার বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন যেভাবে ফাংশন করছে তাতে করে তারা নির্বাচন আয়োজনের মতো প্রস্তুত হয়েছে বলে আমাদের কাছে এখনও মনে হয় না।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।