নেত্রকোণার খালিয়াজুরি উপজেলার ধনু নদে মাছ ধরার নৌকার সঙ্গে সংঘর্ষে স্পিডভোট ডুবির ঘটনায় নিখোঁজ আরও এক শিশু ও একজন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন, মোছা. লাইলা আক্তার (৭), শিরিন আক্তার(১৮)। এর আগে, শনিবার দুপুরে উষামনির (৭) মরদেহ উদ্ধার করা হয়। এখনো সামিয়া আক্তার নামে আরও এক শিশু নিখোঁজ রয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার চরপাড়া গ্রামের ধনু নদে এই দুর্ঘটনা ঘটে। এতে তিন শিশুসহ চারজন নিখোঁজ হন। তাদের মধ্যে এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার হয়েছে। খালিয়াজুরি উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রব স্বাধীন বলেন, আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ের অনুষ্ঠানের বরযাত্রী যেতে ভাড়ায় চালিত স্পিডবোটটি আনা হয়েছিল। তবে বরযাত্রী রওনা হওয়ার আগ মূহুর্তে ১৫ জন স্পিডবোটে করে ঘুরতে বের হয়। এ সময় এই দুর্ঘটনা ঘটে।