নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের সময় গুলিতে নিহত আব্দুল লতিফ হত্যা মামলায় শেখ হাসিনা, ওয়ায়দুল কাদেরসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পিবিআই। অভিযুক্তরা হলেন, আসাদুজ্জামান খাঁন কামাল, শামীম ওসমান, ইয়াসিন মিয়া, আজমেরী ওসমান, মো. মজিবুর রহমান, অয়ন ওসমান, মতিউর রহমান মতি, আশরাফ, ইয়াসিন আরাফাত রাসেল, আবু বকর সিদ্দিক, শাহজালাল বাদল ও ওমর ফারুক। এর আগে, শহীদ লতিফের বাবা গত বছরের ৯ সেপ্টেম্বর এই হত্যা মামলা দায়ের করেন। এ নিয়ে পরিদর্শক মো. কাইউম খান বলেন, বুধবার চার্জশিটটি ম্যাজিস্ট্রেট কোর্টে উপস্থাপন করা হবে। মামলার পরবর্তী ধার্য তারিখ আগামী ২৪ সেপ্টেম্বর। চার্জশিটে অভিযুক্ত আসামিদের মধ্যে দুইজন গ্রেফতার রয়েছেন।