জুলাই বিপ্লবে চোখে আঘাতপ্রাপ্তদের চিকিৎসা দিতে এবার ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের রেটিনা বিশেষজ্ঞ ডা. মাহী মুকিত ও ডা. নিয়াজ ইসলাম। শনিবার সকাল থেকে তারা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা দেন। আজ রোববারও চিকিৎসা দেবেন, প্রয়োজন হলে অস্ত্রোপচার করবেন। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ডা. নিয়াজ ইসলাম বলেন, একেকজনের একেক সমস্যা। এখানকার চিকিৎসকরা ভালো চিকিৎসা দিয়েছেন। এখানে বড় সমস্যা পাচ্ছি, রোগীরা অনেক কিছু বুঝে না, বুঝতে চায় না। আমরা তাদের বিষয়গুলো কাউন্সিলিং করার চেষ্টা করছি।