বাংলাদেশ প্রেস কাউন্সিলের নতুন কমিটি ঘোষণা করেছে তথ্য মন্ত্রণালয়। কমিটিতে নিউ এইজের সম্পাদক নূরুল কবিরকে সদস্য হিসেবে রাখা হয়। তবে তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমাকে অবাক করে দিয়ে তথ্য মন্ত্রণালয় পূর্বানুমতি ছাড়াই আজ আমার নাম (তাও ভুল বানানে) প্রেস কাউন্সিলের সদস্য হিসেবে গেজেটভুক্ত করেছে। এর আগে একাধিকবার সরকার পক্ষ থেকে আমাকে এই কাউন্সিলে থাকার জন্য অনুরোধ জানানো হয়েছিল — যা আমি বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছিলাম। কিন্তু এবার কেউ সরকারের পক্ষ থেকে হোক বা অন্য কোথাও থেকে, আমার সম্মতি নেওয়ার প্রয়োজনই মনে করেননি। এটা সত্যিই অদ্ভুত। আরো লেখেন, ‘অতএব, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, যদি কেউ থেকে থাকেন, অনুরোধ করছি দয়া করে আমার নামটি এই তালিকা থেকে প্রত্যাহার করে নিয়ে আমাকে বাধিত করবেন।’