জামায়াত নেতা আব্দুল হালিম বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। ভোটারদের মূল্য বাড়াতেই পিআর পদ্ধতি। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে। বিশ্বে ৯০টি দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু আছে। আমরা এজন্যই পিআর পদ্ধতিতে নির্বাচন দাবী করেছি। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশ প্রেমিক জোটকে জেতাতে হবে। এর জন্য এখন থেকেই কাজ করতে হবে। হালিম বলেন, জামায়াত সরকার গঠন করলে কাউকে বোরকা পরতে বাধ্য করা হবে না। তবে শালীনতার বিষয়ে কথা বলা হবে এবং কর্মক্ষেত্রে নারীদের স্বাধীনতা সুরক্ষিত করা হবে। এছাড়া জুলাই সনদকে আইনী স্বীকৃতি দেওয়ার দাবি জানান।