মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলেছেন, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন না হলে মধ্যপ্রাচ্যে স্থায়ী ও বাস্তব শান্তি সম্ভব নয়। ইসরাইল ও হামাসের মধ্যে মিশরের মধ্যস্থতায় চলমান আলোচনার প্রেক্ষাপটে তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতি, বন্দি বিনিময়, মানবিক সহায়তা, পুনর্গঠন এবং একটি কার্যকর রাজনৈতিক প্রক্রিয়া শুরু করাই দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার একমাত্র উপায়। বর্তমানে মিশর আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সঙ্গে এই আলোচনা আয়োজন করছে। তবে আলোচনার মাঝেও ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে; সোমবার ভোরে অন্তত সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন ত্রাণ সংগ্রহে গিয়েছিলেন। যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ইসরাইলি হামলায় ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ৬৯ হাজারের বেশি আহত হয়েছেন। বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সিসির এই মন্তব্যকে অনেকেই আঞ্চলিক হতাশার প্রতিফলন হিসেবে দেখছেন।