বিএনপি নেত্রী আফরোজা খানম রিতা বলেছেন, আজকের এই দেশকে অস্থিতিশীলতা থেকে মুক্ত করার একমাত্র উপায় হলো ধানের শীষে ভোট দেওয়া। এই ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠিত হবে এবং নেতৃত্বে থাকবেন তারেক রহমান। তার বলিষ্ঠ নেতৃত্বে গত ১৭ বছরে একজন নেতাও দল ছেড়ে যায়নি। রিতা বলেন, ধানের শীষের সরকার ক্ষমতায় এলে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পাবে, কৃষকরা ন্যায্যতা পাবে আর আমাদের সন্তানদের জন্য সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত হবে। দল ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাংলার সর্বস্তরের মানুষের স্বার্থে রূপায়িত হবে। তিনি বলেন, আপনারা এমন কোনো কাজ করবেন না, যা দলের ক্ষতি করবে। দীর্ঘ সময় ধরে যারা আমাদের সঙ্গে আছেন, তাদের কষ্ট ভুলে যাওয়া যাবে না। দুঃশাসনের কথা মনে রেখে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে। আরো বলেন, দলের ভেতরে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে। কিছু গোষ্ঠী ভুল ধারণা ছড়াচ্ছে। যারা দলকে ভালোবাসে, তাদের উচিত সচেতন থাকা। দলের বিরুদ্ধে কোনো কথা গোপন করা যাবে না। আমরা শক্তিশালী থাকব, কারণ ধানের শীষের জনপ্রিয়তাই তাদের ভয় দেখাচ্ছে।