বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) এখনো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার তারিখ নির্ধারণ করেনি, যদিও নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পূর্ণ রয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের এক কর্মশালায় ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের কথা জানানো হয়েছে, যার ভিত্তিতে ইসি ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফশিল ঘোষণার পরিকল্পনা করেছিল।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনও জানিয়েছিলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফশিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। এবারের নির্বাচনের সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হবে। আখতার আহমেদ বলেন, নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং ভুল তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান। ইউএনডিপি ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত কর্মশালায় তিনি নির্বাচন আইন, আচরণবিধি ও কর্মকর্তাদের বিশেষ বিধান নিয়ে আলোচনা করেন।
রাজনৈতিক দলগুলো ও ভোটাররা এখন নির্বাচনের সময়সূচি ঘোষণার অপেক্ষায় রয়েছে।