Web Analytics
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জের দুই প্রভাবশালী নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শিল্পপতি শাহ আলমকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি ও তাদের জোট যেসব আসনে প্রার্থী ঘোষণা করেছে, সেখানে কোনো নেতা যেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ না নেন— এমন নির্দেশনা ছিল কেন্দ্রীয় নেতৃত্বের। কিন্তু গিয়াসউদ্দিন ও শাহ আলম সোমবার নারায়ণগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ জানান, দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বহিষ্কারের পর শাহ আলম বলেন, বহিষ্কারের সিদ্ধান্তে তিনি চিন্তিত নন, তবে দলের এমন সিদ্ধান্ত নেওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।

Card image

Related Videos

logo
No data found yet!