উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, একটা জাতি উন্নতি করতে হলে প্রথমত, শিক্ষা এবং স্বাস্থ্য এইগুলো কখনো প্রাইভেট বিষয় হতে পারবে না। এগুলো রাষ্ট্রীয় বিষয় হওয়া দরকার। দুই নম্বর হচ্ছে, এই যে গভর্মেন্টের পাশাপাশি হওয়া দরকার ভলান্টিয়ার সার্ভিস। যদি আমরা এগুলো কার্যকর করতে পারি, তাহলে আশা করতে পারেন যে আমাদের জাতীয় ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারব। তিনি বলেন, আমাদের শিক্ষাক্ষেত্রে কাগজে কলমে অনেক পরিবর্তন ঘটে গেছে। কিন্তু প্রকৃত অর্থে ব্রিটিশরা আমাদের যা শিখিয়েছে তার থেকে এক চুলও আগায়নি। আমাদের শিক্ষার উদ্দেশ্য কি? কেরানি তৈরি করা। ধরুন আমাদের ইনকামের একটা বড় সোর্স হচ্ছে আমাদের প্রবাসীদের ইনকাম এবং আমাদের পূর্ববর্তী বক্তারা খুব সুন্দর বলে গেছেন যে, আমাদের প্রবাসীরা সবচেয়ে কম আয় করেন অন্যদের তুলনায়। কারণ, তাদের শিক্ষাগত বৈশিষ্ট্য দুর্বল। তাহলে আমি যদি এইভাবে আয় করতে চাই, আমি যদি জাতীয়ভাবে বিষয়টা চিন্তা করি তাহলে কিন্তু শিক্ষার প্রয়োজন। আরও উপদেষ্টা বলেন, আমরা ক্রমেই স্বাস্থ্য এবং শিক্ষাকে একটা প্রাইভেট বিষয় করে তুলেছি। এতে মুষ্টিমেয় কিছু ব্যক্তির এবং গোষ্ঠীর লাভ হয়। যদি জাতীয় স্বার্থের চিন্তা করি, তা কখনোই রক্ষিত হয় না।