ইসরাইলের প্রধানমন্ত্রী রাজনৈতিক স্বার্থে দ্বিতীয় ধাপের বন্দী বিনিময়ে ধাপে ধাপে বাঁধা দিচ্ছেন বলে অভিযোগ করেছেন এক সিনিয়র কর্মকর্তা। এক বিবৃতিতে তিনি বলেন, প্রতিবার মনে হয় এর থেকে নিচে নামা সম্ভব নয়। কিন্তু নেতানিয়াহু প্রতিবারই এর থেকে নিচে নামেন। তিনি জানান, চুক্তি অনুযায়ী ৩ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও নেতানিয়াহু তরফ থেকে আলোচনা শুরু হয়নি। এটাও চুক্তির শর্ত ভঙ্গের শামিল। তিনি সতর্ক করেন, এখন আলোচনা শুরু করলেও এতো অল্প সময়ে ২ মার্চের মধ্যে চুক্তি চূড়ান্ত করা সম্ভব নয়। রাজনীতির ফাঁদে আটকা পড়েছেন বলে বাস্তব অবস্থা ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া নজর দিচ্ছে না বলেও ক্ষোভ ঝাড়েন এই কর্মকর্তা।