ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সভাপতি পদে মো. শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে খুরশীদ আলম পরবর্তী পূর্ণ মেয়াদের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংগঠনটির দ্বিবার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত অনুমোদনে এই সিদ্ধান্ত গৃহীত হয়। নতুন নেতৃত্বের অধীনে পূর্ণাঙ্গ কমিটি আগামী মেয়াদে দায়িত্ব পালন করবে।
সভায় সহ-সভাপতি হিসেবে রফিক মুহাম্মদ, খন্দকার হাসনাত করিম ও রাশেদুল হক, যুগ্ম সম্পাদক হিসেবে দিদারুল আলম দিদার এবং কোষাধ্যক্ষ হিসেবে খন্দকার আলমগীর হোসাইন নির্বাচিত হন। অনুষ্ঠানে বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন, জাতীয় প্রেস ক্লাব সভাপতি কবি হাসান হাফিজসহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান।
নেতারা আশা প্রকাশ করেন যে, ডিইউজের নবনির্বাচিত কমিটি সাংবাদিকদের পেশাগত ঐক্য ও সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।