শুক্রবার রাত পৌনে ১টার দিকে বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনও তথ্য জানাতে পারেনি পুলিশ। মোটরসাইকেলে করে একাধিক ব্যক্তি এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। রমনা থানার ডিউটি অফিসার অরূপ তালুকদার তথ্য নিশ্চিত করে বলেন, আমাদের টিম সেখানে আছে। এর আগে, রাত ১০টার দিকে ধানমণ্ডি ৩২ সংলগ্ন রাসেল স্কয়ারের বাস কাউন্টারগুলোর সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে কলাবাগান থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিস্ফোরণের আলামত নিয়ে যায়। ওখানকার ওসি মো. ফজলে আশিশ বলেন, রাত ১০টার দিকে রাসেল স্কয়ার মোড়ের পাশেই তাজরিন ফার্মেসির সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।