রাবি ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি সুলতান আহমেদ রাহী বলেছেন, রাবি ভিসি সাধারণ শিক্ষার্থীদের রক্তের উপর প্রতারণা করেছেন। তিনি প্রশাসনে বসে তথাকথিত কিছু ছাত্রদের ব্যবহার করে বিভিন্ন ব্যাংক ও সরকারি প্রতিষ্ঠানে চাঁদার নামে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন কিনা—সেই প্রশ্ন রেখে গেলাম প্রশাসনের কাছে। এক মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে ছাত্রদল সভাপতি বলেন, ভিসি কত টাকা কমিশন খেয়ে চাঁদার সুপারিশ করেছেন এই প্রশ্ন শিক্ষার্থীদের। যদি তা সত্য হয়, তবে তার চেয়ার ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার আহ্বান জানাচ্ছি। রাহী আরও বলেন, ভিসি স্যারকে ব্যাখ্যা করতে হবে, তিনি কি শিক্ষার্থীদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বসেছেন, নাকি তথাকথিত ছাত্রনেতাদের ব্যাংক ব্যালেন্স বাড়াতে? আরো বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি মনে করে মহড়া দিয়ে রুয়ার মতো রাকসু দখল করে নেবে, তাহলে তাদের বলব—চোখে একটু পানি দেন। প্রহসনমূলক রাকসু নির্বাচন ছাত্রদলসহ সাধারণ শিক্ষার্থীরা হতে দেবে না।