গাজা উপত্যকায় একদিনে অনাহারে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। মৃতদের মধ্যে রয়েছে মাত্র ছয় সপ্তাহ বয়সি শিশু ইউসুফ আবু জাহির, যার মৃত্যু হয়েছে দুধের অভাবে। গাজায় খাদ্য সংকট ভয়াবহ রূপ নিয়েছে, দুধের মতো পণ্য বিক্রি হচ্ছে ১০০ ডলার পর্যন্ত। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত অনাহারে মারা গেছে ১০১ জন, যার মধ্যে ৮০ জনই শিশু। ইসরাইল মার্চে গাজায় পণ্য প্রবেশ বন্ধ করে দিলে পরিস্থিতি আরও নাজুক হয়। মে মাসে সীমিত সহায়তা এলেও তা বিতরণের সময় প্রাণ হারিয়েছে এক হাজারের বেশি মানুষ। জাতিসংঘের মতে, এই সহায়তা কেন্দ্রগুলো এক ধরনের 'মৃত্যুফাঁদ'তে পরিণত হয়েছে।