ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে দ্বিতীয় দিনের মত আমরণ অনশন চলছে রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। এরই মধ্যে ৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন, একজনের অবস্থা আশংকাজনক। শিক্ষার্থীরা অভিযোগ করেন, অনশনে বসার ২৪ ঘন্টা পার হলেও ইউজিসি কিংবা সরকার থেকে তাদের দাবি আদায়ে কোন ধরনের ব্যবস্থা নেয়া হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মৃত্যুকে আলিঙ্গন করবেন। এদিকে ভিসি ডক্টর শওকাত আলী এখন পর্যন্ত রাতে ৫ দফায় শিক্ষার্থীদের আমরণ অনশন স্থলে পাশে বসে অনশন ভাঙার অনুরোধ করলেও শিক্ষার্থীরা তা মানেননি। ভিসি জানান, বারবার সরকারের উচ্চ মহলে তিনি যোগাযোগ করছেন। তিনি শিক্ষার্থীদের দাবির সাথে একমত। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তিনি অফিস ছেড়ে যাবেন না।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।