বিএনপি নেতা হারুনুর রশীদ বলেছেন, গণতন্ত্রের বাইরে দেশ চলতে পারে না। তিনি বলেন, আজকে উপদেষ্টা মন্ডলীরা নতুন স্লোগান তুলেছেন আগে সংস্কার, আগে বিচার, তারপর নির্বাচন। এই ধরনের স্লোগান দিয়ে নির্বাচনকে বিলম্বিত করার কোনো সুযোগ নাই। গোটা জাতি দাবি জানিয়ে আসছে, আমরা রোডম্যাপ চাই নির্বাচনের। হারুনুর রশীদ বলেন, আমরা নির্বাচনের কথা বারবার বলছি, ক্ষমতায় যাওয়ার জন্য নয়। আমরা জানি, ২০১৮ সালে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় যেতো। তিনি বলেন, এখনও মাঠে আছি ধৈর্য ধারণ করে। রোডম্যাপ না আসলে বিএনপিকে অনুরোধ করব, দেশব্যাপী কর্মসূচি ঘোষণার। সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া বলেন, কোনো প্রলোভনে পা দেবেন না। জামায়াত ৩০০ আসনের ৩টি আসনও পাবে না। বিরোধী দলও হতে পারবে না।