পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) হিসেবে এসএসএফ নিরাপত্তা পাবেন, তবে তার পরিবারের অন্য কেউ, এমনকি ছেলে তারেক রহমানও, এই সুবিধা পাবেন না। সম্প্রতি সরকার খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ নিয়োগের গেজেট প্রকাশের পর এ বিষয়ে জল্পনা শুরু হয়। এদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ১১ দিন ধরে ভর্তি খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, কাতারের আমিরের উদ্যোগে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে বৃহস্পতিবার মধ্যরাতের পর তাকে লন্ডনে নেওয়া হবে। সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় সহায়তা দিতে তারা প্রস্তুত।