রাজধানীর বাজারে কাঁচামরিচের দাম এক সপ্তাহে প্রায় অর্ধেকে নেমে এসেছে। প্রতি কেজি ১৬০–২০০ টাকা থেকে কমে এখন বিক্রি হচ্ছে ৮০–১০০ টাকায়। পেঁয়াজের দামও কিছুটা কমেছে, সাধারণ পেঁয়াজ ৯৫–১০৫ টাকা এবং নতুন পাতাযুক্ত পেঁয়াজ ৭০–৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে সবজির বাজার এখনো চড়া। টমেটো, শিম ও বেগুনের দাম এখনো বেশি, কেজিপ্রতি ৮০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি, বাঁধাকপি, মুলা ও লাউয়ের দাম কিছুটা কমেছে। মাছ, মাংস, ডিম ও মুরগির বাজার স্থিতিশীল রয়েছে; ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৫৫–১৭০ টাকা এবং ডিম ডজনপ্রতি ১১৫–১২০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, কয়েক দিনের মধ্যে সয়াবিন তেলের দাম লিটারে ৫–৬ টাকা বাড়তে পারে, যদিও সরবরাহে কোনো সংকট নেই। ব্যবসায়ীরা আশা করছেন, সরবরাহ বাড়লে সবজির দাম আরও কমবে।