ঐকমত্য কমিশনের বৈঠকে শর্তসাপেক্ষে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে বিএনপিসহ সব দল ঐকমত্যে পৌঁছেছে। শর্তের মধ্যে রয়েছে অর্থবিল, আস্থাভোট ও সংবিধান সংশোধন। এ তিনটি বিষয় ছাড়া সংসদ-সদস্যরা স্বাধীনভাবে কথা বলতে পারবেন। তবে বিএনপি আরও একটি বিষয় যুক্ত করেছে। সেটি হলো জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়। দেশে যুদ্ধাবস্থাসহ জাতীয় নিরাপত্তার প্রশ্নে দলের সংসদ-সদস্যরা দলের বিরুদ্ধে ভোট দিতে বা কথা বলতে পারবেন না। এ ব্যাপারে সবাই একমত না হলে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়ে বিষয়টি দলীয় ইশতেহারে যুক্ত করবে। এদিকে তিনটি বিষয়ে ঐকমত্য হয়নি, বিরোধী দল থেকে সংসদীয় সব স্থায়ী কমিটির সভাপতি পদ দেওয়ার প্রস্তাব, নারী আসনে ভোটের পদ্ধতি এবং তত্ত্বাবধায়ক সররকারের মেয়াদ ও কার্যপরিধি সংক্রান্ত সুপারিশ।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।