Web Analytics
জনপ্রশাসনের সিনিয়র সচিব মোখলেস উর রহমান বলেছেন, এবার নির্বাচনে মাঠ পর্যায়ে যেসব কর্মকর্তারা কাজ করবেন, তারা যদি কোনো দলের পক্ষ হয়ে বা নির্বাচন সুষ্ঠু করার অন্তরায় হয়ে দাঁড়ায়, তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। সচিব বলেন, নির্বাচনকে সামনে রেখে মোট চার হাজার এসআই নিয়োগ দেওয়া হবে। এদের মধ্যে ৫০ ভাগ সরাসরি এবং ৫০ ভাগ পদোন্নতির মাধ্যমে। সেই প্রক্রিয়ায় কিছু সংশোধনীর দরকার ছিল। সেটি করা হয়েছে। আরও বলেন, প্রধান উপদেষ্টা বেশ কিছু ফোর্সের বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছেন। প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পদগুলো সৃজন করা হয়েছে। সচিব বলেন, ডিসি নিয়োগ নিয়ে সাত সদস্যের একটি কমিটি কাজ করছে। বিগত তিন নির্বাচনের সঙ্গে যুক্ত কোনো রিটার্নিং কর্মকর্তা বা ডিসি এবারের নির্বাচনে দায়িত্ব পালন করতে পারবেন না।

Card image

Related Videos

logo
No data found yet!