এক দফা দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মূল ফটকের সামনে টানা ২৬ ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের ব্যানারে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা। তারা বুধবার সকাল ৯টা থেকে সেখানে অবস্থান করছেন।বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রধান ফটক ঘুরে দেখা যায়, প্রায় ৩০ জন আন্দোলনকারী শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন গেটের সামনে। সরকারি গাড়ি দেখলেই স্লোগান দিচ্ছেন, এক দুই তিন চার, সব শালারা বাটপার। তাদের একদফা দাবি হচ্ছে, আহতদের কোটায় বৈষম্য দূর করে দুইটা ক্যাটাগরি করা।