চট্টগ্রাম আদালত চত্বরে এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ওরফে চন্দন ধরসহ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে। সোমবার সকালে চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হক মামলার এজাহার, চার্জশিট, সিসিটিভি ফুটেজ, সাক্ষীর জবানবন্দি, জব্দকৃত আলামত, ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্ট পর্যালোচনা করে চার্জ গঠনের আদেশ দেন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চিন্ময়সহ গ্রেফতার ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়, আর ১৬ জন আসামি এখনো পলাতক।
শুনানিতে চিন্ময় নিজেকে নির্দোষ দাবি করে বলেন, হত্যার একদিন আগে তাকে ঢাকায় গ্রেফতার করা হয় এবং তিনি তখন থেকেই হেফাজতে আছেন। অপরদিকে রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, ঘটনার দিন চিন্ময়ের অনুসারীরা প্রিজন ভ্যান নিয়ন্ত্রণে নিয়ে উত্তেজনা সৃষ্টি করেন, যার পরপরই আলিফের ওপর হামলা চালানো হয়।
আগামী ২ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। কারাগারে থাকা আসামিদের পক্ষে লিগ্যাল এইড অফিস থেকে আইনজীবী নিয়োগ দেওয়া হবে।