Web Analytics
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন আগামী ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একাধিক নতুন নির্দেশনা জারি করা হয়েছে। ১ জানুয়ারি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক এবং এ সময় কোনো ছুটির আবেদন গ্রহণ করা হবে না। এছাড়া নির্বাচনকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের কোনো ইনস্টিটিউট বা বিভাগের শিক্ষা সফরের সময়সূচি নির্ধারণ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, নির্দেশনাগুলো বাস্তবায়ন ও তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগের চেয়ারম্যান ও দপ্তর প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!