চূড়ান্ত গণতন্ত্রের পথে যেতে এবং পরিপূর্ণ সংস্কারের জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন অতীব জরুরি বলে জানিয়েছেন বিএনপি নেতা আমিনুল হক। শুক্রবার বিকেলে এক ক্রীড়া অনুষ্ঠানে তিনি বলেন, এখনো রাষ্ট্রের প্রত্যেকটি সেক্টর অস্থিতিশীল, ষড়যন্ত্র চলছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে। এগুলো বন্ধ করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন বলে জানান বিএনপি নেতা। তিনি অন্তবর্তী সরকারকে বলেন, সংস্কারের নামে যদি নির্বাচন পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করেন, জনগণ মানবে না। বাংলাদেশের মানুষ দীর্ঘ সতের বছরের ফ্যাসিস্ট সরকারকে গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য পতন ঘটিয়েছে বলে তিনি নির্বাচনের গুরুত্বারোপ করেন।