Web Analytics
বগুড়ায় কাপড়ের রঙ, গোখাদ্য ও ধানের তুষ ব্যবহার করে হলুদ ও মরিচের গুঁড়া তৈরির অভিযোগে আল-আমিন মসলা মিলের মালিককে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজাবাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, জব্দ করা মসলায় জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান পাওয়া গেছে। অভিযানে ৭৫ কেজি ধানের তুষ, ১৫০ কেজি ভেজাল মরিচ গুঁড়া ও ১৫০ কেজি ভেজাল হলুদ ধ্বংস করা হয়। মিল মালিক অপরাধ স্বীকার করায় খাদ্য নিরাপত্তা আইন ২০১৩-এর ধারা ৩৩ অনুযায়ী জরিমানা আদায় করা হয়। কর্মকর্তারা জানান, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।