Web Analytics
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিরাপত্তা উদ্বেগের কারণে চলতি বছরে তৃতীয়বারের মতো ভারতের সফর বাতিল করেছেন। নয়াদিল্লিতে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় অন্তত ১৫ জন নিহত ও বহু আহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪নিউজ জানায়, হামলাটি গত এক দশকের মধ্যে অন্যতম ভয়াবহ ছিল। নতুন করে নিরাপত্তা মূল্যায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত নেতানিয়াহুর সফর আগামী বছরে পিছিয়ে যেতে পারে। এর আগে এপ্রিল ও সেপ্টেম্বরে নির্ধারিত সফরও বাতিল করেছিলেন তিনি, যথাক্রমে নির্বাচনী ব্যস্ততা ও সময়সূচি জটিলতার কারণে। বিশ্লেষকদের মতে, এই সফর ছিল নেতানিয়াহুর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা জোরদার এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সম্পর্ক মজবুত করার প্রচেষ্টার অংশ। সর্বশেষ তিনি ২০১৮ সালের জানুয়ারিতে ভারত সফর করেছিলেন, আর মোদি ২০১৭ সালে প্রথমবারের মতো ইসরায়েল সফর করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।